গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে শ্রীমতি ছনি সরকার (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ মে) সন্ধ্যা ছয়টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাইনজানুল গ্রামের আপন এর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত শ্রীমতি ছনি সরকার নেত্রকোনা জেলার
কমলাকান্দা থানা পাঁচোরা গ্রামের নিখিল সরকারের মেয়ে। সে গাজীপুরে তার বড় ভাইয়ের কাছে বেড়াতে আসেন।
জয়দেবপুর থানার এসআই শামীম হোসেন জানান, ওই কিশোরী তার গ্রামের বাড়ি থেকে বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কারণ খুঁজতে তদন্ত করে দেখা হচ্ছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, শ্রীমতি ছনি সরকার নামে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। স্থানীয় লোকজন ও পরিবারের মাধ্যমে জানতে পারা যায় যে মেয়েটি একটু বদমেজাজি ছিল। পরিবারের কারো কথাই শোনতো না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply