দৈনিক মানবতার কন্ঠ ডেস্ক
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া এবারও লটারির মাধ্যমে সম্পন্ন হবে। আগামী ২১ নভেম্বর ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। প্রাপ্ত আবেদন থেকে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করবে প্রতিষ্ঠান। এই লটারির সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ ডিসেম্বর।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
সোমবার (১০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে দুপুর থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply