গাজীপুর প্রতিনিধি: ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় দুই বাইক আরোহী নিহত হয়েছে। একজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের উপরে এ ঘটনা ঘটেছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এশরারনগর হাউজিং এলাকার মারফত আলী সরকার এর ছেলে। নিহত মনজুর সরকার (৩৮) স্থায়ী ঠিকানা ময়মনসিংহের নান্দাইল থানার মোয়াজ্জেমপুর, কোনাবাড়ি হরিনাচালা এলাকার । এহসান হাসান (৪২) স্থায়ী ঠিকানা থানা মোকামতলা জেলা বগুড়া ও কোনাবাড়ি ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কোনাবাড়ি থানার এস আই তাপস বলেন, রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলের ৩ আরোহি কোনাবাড়ী থেকে ঢাকামুখী যাওয়ার পথে অজ্ঞাত পিকআপ ভ্যান (লরি) তাদেরকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যায়। একজনকে আশংকাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে পালসার এনএস তিনজন আরোহী ঢাকার দিকে যাচ্ছিলেন। কোনাবাড়ি থেকে যাওয়ার পথে নাওজোড় হাইওয়ে থানার পাশে বাইমাইল ব্রিজের মধ্যে দুর্ঘটনা ঘটে। একটি লড়ি বাইককে চাপা দিলে আরহীসহ বাইকটি ২০/৩০ ফুট হেচরিয়ে যায়।
থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে,জানান থানার তদন্ত কর্মকর্তা।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply