স্টাফ রিপোর্টার: পাবনা জেলার সাথিয়া উপজেলায় শনিবার বিকেলে কিশোর অপরাধ প্রতিকার কনসোর্টিয়াম এর সহযোগিতায় এস পি বি কে এবং রুডোর আয়োজনে কিশোর গ্যাং প্রতিরোধে দেশ ব্যাপী সচেতনতা মূলক কর্মসূচির র্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালী শেষে রুডোর কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম সোহরাব আলম সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোর অপরাধ প্রতিকার কনসোর্টিয়াম এর চেয়ারম্যান ও এস পি বি কের
নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল নোমান।
প্রধান আলোচক ছিলেন,সাথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ: আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন রুডোর প্রধান নির্বাহী মোঃ শামীম রেজা,
প্রকাশ গণ কেন্দ্রের নির্বাহী পরিচালক আ, স, ম আমানুল হাসান তাইমুর। বিয়ান মণি সোসাইটির চেয়ারম্যান নাজনীন ইসলাম। ছোলদাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন। মধুমতি কল্যাণ সংস্থা (এম কে এস) ‘র নির্বাহী পরিচালক মো: আব্দুস সবুর, এ ভিলেজ এর নির্বাহী পরিচালক এস এম মাহমুদুল হক, বিবি আছিয়া ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মোঃ মনির হোসেন , ইকো-কনসার্ন এ্যাসোসিয়েশনের
নির্বাহী পরিচালক সাইফুর রহমান খোকন, যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ আর এম মামুন, সি ডি ও এর নির্বাহী পরিচালক আমিনুর রহমান, সি এস ডি কের নির্বাহী পরিচালকআবু হানিফ, আসেস এর নির্বাহী পরিচালক আবু হানিফ, র্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ ইবাদুর রহমান বাদল, প্রমুখ।
বক্তারা কিশোর গ্যাং প্রতিরোধে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন।
Leave a Reply