দৈনিক মানবতার কন্ঠ ডেস্ক
নরসিংদীর পলাশ উপজেলায় নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাঁকে নরসিংদী সদর থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. মনিরুজ্জামান মনির (৪২) পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের অনুসারী হিসেবে পরিচিত তিনি।
গত বৃহস্পতিবার দুপুরে পলাশের ডাঙ্গা ইউনিয়নে শীতলক্ষ্যা নদীর পাড়ে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট লিমিটেড কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় কারখানাটির সাত শ্রমিক আহত হন। ল্যাপটপ ও মুঠোফোনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply