লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোড়দৌড় বাজার পাকা ব্রিজ সংলগ্ন মেসার্স শেখ এন্টারপ্রাইজ আই গ্যাস গুদামে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল (৫ জুলাই)শনিবার সকালে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে অনুমতির অতিরিক্ত ১২কেজি ৩৫ কেজি আই গ্যাস সিলিন্ডার মজুদ সহ সিলিন্ডার সংরক্ষণের বেশ কয়েকটি গুদামজাত ব্যবস্থাপনা ত্রুটি এমনকি ট্রেড লাইসেন্সের নবায়ন বিহীন পাওয়া যায়। এ-সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও লৌহজং থানা পুলিশ।
জানা যায়, যৌথ বাহিনীর অভিযানে শেষে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালত বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান মেসার্স শেখ এন্টারপ্রাইজ মালিক রুহুল আমিন দিপু, পিতা জব্বার শেখ, ঠিকানা :ঘোড়দৌড় বাজার লৌহজংকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধরায় ২ লক্ষ টাকা জরিমানা অনাদাযে তিন মাসের কারাদণ্ড দেন। আরো জানা যায়, মেসার্স শেখ এন্টারপ্রাইজ আই গ্যাস অনুমতি গ্যাস সিলেন্ডার সংখ্যা মাত্র ৪০ (চল্লিশ) টি। তবে সে গ্যাস ভরা সিলিন্ডার মজুত রেখেছে ৮শত ৪০ টি। খালি সিলিন্ডার ১ হাজার ২শত ২০টি।৩৫ কেজি সিলিন্ডার ৬০টি ।
উল্লেখ্য মেসার্স শেখ এন্টারপ্রাইজ এর মালিক ২ লক্ষ্য টাকা জরিমানা পরিশোধ করেন।তাকে আগামী ২৪ ঘন্টা মধ্যে গুদামজাত সঠিক ব্যবস্থাপনা নির্দেশ প্রদান হয়।তা না করে ব্যবসা পরিচালনা করলে সিলতালা করার হুঁশিয়ারি প্রদান করা হয়।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply