কোভিডকালীন সময়ে ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা যে উচ্চতায় পৌঁছেছে তাঁর রেশ এখনও রয়ে গেছে। অনেক প্রতিষ্ঠানেই হোম-অফিস সংস্কৃতি মূলধারার প্র্যাক্টিসে সামিল হয়েছে। এই প্রেক্ষাপটে ভিডিও কলিং ও ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির ব্যবহার উত্তরোত্তর বাড়ছে, বাড়বে। তবে সংবেদনশীল নানা ইস্যুতে ভিডিও কলিং অ্যাপ বা প্ল্যাটফর্মগুলো প্রায়শই বিড়ম্বনার কারণ হয়ে উঠে। বিষয়টি বিবেচনা করেই আইফোন নির্মাতা অ্যাপল নতুন একটি ফিচার নিয়ে এসেছে তাঁদের নিজস্ব অডিও-ভিডিও কলিং অ্যাপ ফেসটাইমে।
কী এই নতুন ফিচার?
ভিডিও কল বা কনফারেন্স চলাকালে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ফেসটাইমে চমৎকার একটি ফিচার যুক্ত করেছে অ্যাপল। এর কল্যাণে এখন থেকে ফেসটাইমে ভিডিও কল চলাকালে কেউ যদি কাপড় পরিবর্তন করেন তাহলে তাঁর ভিডিও তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ, সে ব্যক্তির ভিডিও সাময়িকভাবে বন্ধ থাকবে, ফলে অন্যান্য অংশগ্রহণকারীরা তার ভিডিও দেখতে পাবেন না।
এরই মধ্যে নির্দিষ্ট ব্যক্তির ডিভাইসে একটি বার্তা ভেসে উঠবে: ‘অডিও ও ভিডিও’তে সাময়িক বিরতি দেওয়া হয়েছে (পজ) কারণ আপনি সম্ভবনত সংবেদনশীল (সেনসিটিভ) কিছু দেখাচ্ছেন। আপনি যদি অস্বস্তি বোধ করেন তাহলে আপনার উচিৎ কলটি বিচ্ছিন্ন করা।’
সচেতনতামূলক এই নোটিফিকেশনের পাশাপাশি ব্যবহারকারীকে সম্ভাব্য দুটি বিকল্পও (অপশন) দেখানো হবে স্ক্রিনে: অডিও ও ভিডিও পুনরায় চালু করুন (রিজিউম অডিও এন্ড ভিডিও), অথবা কলটি বিচ্ছিন্ন করুন (এন্ড কল)। ব্যবহারকারী নিজের সুবিধামতো যে কোনো একটি বিকল্প বেছে নিতে পারেন।
অ্যাপল গত মাসে চাইল্ড অ্যাকাউন্টের জন্য একাধিক ফ্যামিলি টুল নিয়ে আসার ঘোষণা দেয়। সেখানেও অনুরুপ একটি ফিচারের উল্লেখ ছিল। সে সময় অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, ‘যোগাযোগ সুরক্ষার (কমিউনিকেশন সেফটি) পরিধি বাড়ানো হয়েছে যেখানে ফেসটাইমের ভিডিও কলে নগ্নতা সনাক্ত হলে হস্তক্ষেপ করা হবে, এবং ফটোজ-এর শেয়ার্ড অ্যালবামগুলোতে নগ্নতা ঝাপসা (ব্লার) করে দেওয়া হবে।’
অ্যাপলের সাম্প্রতিকতম মোবাইল অপারেটিং সিস্টেম আইওএস ২৬ নিয়ে এসেছে ফেসটাইমের নতুন এই ফিচারটি। আইওএস ২৬-এর ডেভেলপার বেটা ভার্সনে ইতোমধ্যেই ফিচারটি সক্রিয় আছে। আশা করা হচ্ছে, জুলাইতে আইওএস ২৬ পাবলিক বেটা ভার্সনটি রিলিজ করা হলে আইওএস ব্যবহারকারীদের সকলেই ফেসটাইমের নতুন এই ফিচারটি উপভোগ করতে পারবেন
Leave a Reply