লৌহজং প্রতিনিধি- মোঃ স্বপন বেপারী
ভোরের নীরবতা ভেঙে পুলিশ, ডিবি ও সেনাবাহিনীর সমন্বয়ে এক সাহসী অভিযান পরিচালিত হয়েছে লৌহজংয়ের হলুদিয়া ইউপির গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে। মাদকবিরোধী এ অভিযানে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ অর্থসহ ১৪ জন কুখ্যাত মাদক কারবারিকে আটক করা হয়।
লৌহজং থানার অফিসিয়াল সূত্র জানায়, ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে। ৮ জন আসামিকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয় এবং পূর্বের একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকেও গ্রেফতার করা হয়।
মামলা ও উদ্ধারকৃত আলামত:
মামলা নং-০১ (ধারা ৩৬(১) সারণি ১৪(ক) ও ১৯(ক))
আসামি: নাদিরা বেগম (৪০), হারুনা বেগম, সিনারুল ইসলাম (১৯)
উদ্ধার: ২ বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৪০,৯৮০ টাকা
মামলা নং-০২ (ধারা ৩৬(১) এর ১০(ক))
আসামি: আসমাউল ওরফে ইসমাইল (৩৫), ইসরাফিল (৪৫)
উদ্ধার: ৫৮ পিস ইয়াবা, নগদ ৫৩,৭০০ টাকা
পূর্বের মামলার আসামি গ্রেফতার:
মো: এনারুল সরদার ওরফে এনা (৩০), মামলা নং-০৬(০৩)২৫ (ধারা ১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩০৭/৩৫৩/৩৪)
মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিদের তালিকা:
১. রুপা – ১ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা
২. মো: পূর্ণ – ২ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা
৩. মো: রাখেল – ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা
৪. মো: ইসমাইল – ১০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা
৫. কাজল দাস – ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা
৬. মো: জয়নাল শেখ – ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
৭. মো: আরিফ – ২ মাসের কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা
৮. লাদেন – ১৫ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ ওসমান গনি জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান থাকবে। যে কেউ অপরাধে জড়ালে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply