বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর এই বছরের ডিসেম্বরে আয়োজনের কথা ছিল। নির্ধারিত সময়েই তা অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভা শেষে এ তথ্য জানিয়েছেন পরিচালক ইফতেখার রহমান মিঠু।
মূলত এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে। পাঁচ বছরের জন্য দেওয়া হবে দলের মালিকানা। নতুন করে বিপিএলের গভর্নিং কাউন্সিলে থাকবেন বাইরের সদস্যরাও।
ক্রাইটেরিয়া আমরা ঠিক করে নিই, আমাদের যে অভিজ্ঞতা আছে এবং যারা (এজেন্সি) এসব আগে সফলভাবে করেছে, তাদের পরামর্শ সহকারে একটা ক্রাইটেরিয়া ঠিক করা হবে। তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। ওই ক্রাইটেরিয়া পূরণ করলে, আমাদের সরকারের নীতিমালা সব কিছু ঠিক থাকলে তারা (বিদেশি ফ্র্যাঞ্চাইজি) দল নিতে পারবে।’
বিপিএলের ছয় মাস বাকি থাকলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে অংশ নেবে। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকছে তাও নিশ্চিত নয়। তবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন নতুন ও পুরোনো ফ্র্যাঞ্চাইজি যারাই আগামী আসরে অংশ নেবে তাদের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করবে বিসিবি।
বিপিএলের বিভিন্ন বিভাগে বিসিবির বাইরে থেকেও বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন মিঠু, ‘বিপিএল নিয়ে সবচেয়ে বড় যে সিদ্ধান্ত, আগে কখনও হয়নি। বিপিএল নিয়ে স্বচ্ছতা নিশ্চিতের জন্য (বোর্ডের) বাইরের লোককে দায়িত্ব দেওয়া হবে। আমরা যেন একদম ক্লিন ইমেজ নিয়ে শেষ করতে পারি, স্বচ্ছতা যেন থাকে। তাই বিপিএল কমিটিতে নানা ডিসিপ্লিনের বিশেষজ্ঞ হিসেবে বাইরের লোকও নেওয়া হবে।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply