দৈনিক মানবতার কন্ঠ ডেস্ক
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (২০২৫-২৬) সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা-এর এইচ. এম. সাইফুল ইসলাম সাব্বির এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক মানবজমিন-এর শিহাব আল নাসিম।
শুক্রবার (২৭ জুন) রাত ১০টায় সমিতির অফিসিয়াল ফেসবুক পেইজে উপদেষ্টা মণ্ডলীর অনুমোদনে এই কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী এই কমিটি অনুমোদন করেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা ও আজকের পত্রিকার সিনিয়র অপরাধ বিষয়ক প্রতিবেদক আমানুর রহমান রনি, মোহনার টেলিভিশনের প্রধান প্রতিবেদক এবং বাকসাস’স প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো. মনিরুল ইসলাম, বাকসাস’র সাবেক সভাপতি এবং এখন টেলিভিশনের অ্যাসিসট্যান্ট নিউজ এডিটর মো. নাজমুল হোসেন এবং বাকসাস’র সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক(অনুসন্ধান) জাফর ইকবাল।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি: মেহেদী হাসান তাওহীদ (সকালের সময়)। যুগ্ম সাধারণ সম্পাদক: জিসান আহমেদ কাব্য (আজকের কাগজ)। সাংগঠনিক সম্পাদক: এস. এম. মঈন (সময়ের কণ্ঠস্বর)। অর্থ ও দপ্তর সম্পাদক: আরমানুজ্জামান সৈকত (সংগ্রাম প্রতিদিন)
কার্যনির্বাহী সদস্য: কাজী আল তাজরীমিন (ডেইলি ক্যাম্পাস)। রাসেল রানা (মানবতার কণ্ঠ)।শান্তা আক্তার (সংগ্রাম প্রতিদিন)
কমিটির নবনির্বাচিত সভাপতি এইচ. এম. সাইফুল ইসলাম সাব্বির বলেন,
“বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে আমার জন্য গর্বের। এর আগে সদস্য সচিব হিসেবে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করেছি। এবার সভাপতির দায়িত্ব পেয়ে সংগঠনকে আরও গতিশীল করতে চাই।”
সাধারণ সম্পাদক শিহাব আল নাসিম বলেন,
“এই সংগঠন শুধু সাংবাদিকতার অনুশীলন নয়—নেতৃত্ব, মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা শেখার একটি প্ল্যাটফর্ম। আমরা চাই আমাদের সদস্যরা হোক সাহসী, সত্যনিষ্ঠ ও মানবিক সাংবাদিক। ইনশাআল্লাহ, আমরা একটি প্রগতিশীল সাংবাদিক সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।”
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply