দৈনিক মানবতার কন্ঠ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি প্রকল্পের ড্রেজার ও সামগ্রী ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে। এতে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বাড়ছে জলাবদ্ধতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাওদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) তোবারক হোসেন পদ্মা সেতুর উত্তর পাড়ের নদীতীর সংরক্ষণ প্রকল্পে জিও ব্যাগ ভরাটের কাজে নিয়োজিত। কিন্তু সম্প্রতি রাতের আঁধারে সরকারি ড্রেজার ব্যবহার করে নিজ বাড়ির পাশের সরকারি খাস জমির খাল ভরাট করে দখলে নিয়েছেন তিনি।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে গাওদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা জুলহাস বেপারী ও তার পরিবারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, জুলহাস বেপারীর ছোট বোনের দেবর বাবু মোল্লা এই কাজে সরাসরি দালালি করেছেন। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে বিএনপি-ঘনিষ্ঠ বাবু মোল্লার প্রভাব খাটিয়ে কোনো অনুমতি ছাড়াই খালটি দখল করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, আগে বর্ষাকালে অল্প বৃষ্টিতেই পানি নেমে যেত। কিন্তু খাল ভরাটের ফলে এখন বৃষ্টিতে গ্রামজুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
এছাড়া, গাওদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সংশ্লিষ্ট নায়েবের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্য, তিনি দীর্ঘদিন ধরে অনৈতিক সুবিধার বিনিময়ে দুষ্কৃতিকারীদের এ ধরনের অপকর্মে সহযোগিতা করে আসছেন।
এলাকাবাসী এ বিষয়ে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জুলহাস বেপারীর সাথে কথা হলে তিনি জানান, আমি এরকম কোনো কাজে জড়িত নই। এটা মিথ্যা।
এবিষয়ে একাধিকবার বাবু মোল্লার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেস্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে তোবারক মেম্বারের সাথে কথা হলে তিনি জানান, তথ্যটা সম্পুর্ণ মিথ্যা। সঠিক ভাবে যাচাই করুন।
এ বিষয়ে লৌহজং সহকারী কমিশনার ভূমি এসিল্যান্ড জানান বিষয়টি আমি অবগত ছিলাম না। যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করছি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply