লৌহজং প্রতিনিধি: মোঃ স্বপন বেপারী
নৌপরিবহন মন্ত্রনালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) বি. জে. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিমুলিয়া ঘাটে ট্রেনিং ইনিস্টিটিউট, নাব্যতা সংকটে পদ্মায় নিয়মিত ড্রেজিং এবং ইমের্জেন্সী ফেরি চলাচল শুরু করা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে শিমুলিয়া ঘাটে বিআইডাব্লিউটিএ এর প্রশিক্ষণ কেন্দ্র ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট উদ্বোধন ও শিমুলিয়া ঘাট নিয়ে মাস্টার প্লান বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে বিআইডাব্লিউটিএর পক্ষ থেকে ঘাট এলাকায় আন্তর্জাতিক মানের পোর্ট নির্মাণসহ কয়কটি প্রস্তাবনা তুলে ধরা হয়। সেমিনার শেষে ৩টি প্রস্তাব বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও তিনি বিআইডব্লিউটিএর জয়গায় দৃষ্টি নন্দন স্হাপনা ও নতুন কিছু করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের আহ্বান জানান। এর আগে প্রধান অতিথি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ আয়োজিত ০২ সপ্তাহ ব্যাপী বেসিক ড্রেজিং অপারেশন কোর্স এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। এতে সভাপতিত্ব করেন, বিআইডব্লিউটিএর শিমুলিয়া ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের মাষ্টার মেরিন অধ্যক্ষ ( অঃদাঃ) ক্যাপ্টেন মোঃ শাহজাহান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম, লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমানসহ বিআইডাব্লিটিএর উর্ধতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এই ট্রেনিং ইনিস্টিটিউটে আগামী ২ সপ্তাহ ২৪ টা কোর্সে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হবে।
শিমুলিয়া ঘাট নিয়ে মাষ্টার প্লান প্রেজেন্টশনে বেশ কয়েকটি টি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। যদি সেই প্রস্তাবগুলো জিওভি আওতায় আনা হয় তাহলে প্রস্তাবনাগুলো বাস্তবায়নে সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন নৌপরিবহন মন্ত্রনালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) বি. জে. এম সাখাওয়াত হোসেন।
সভা শেষে বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের নিয়ে তিনি শিমুলিয়া ঘাট পরিদর্শন করেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply