1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:

লৌহজংয়ে কৃষি জমি কেটে পকেট তৈরির মহোৎসব, নেতৃত্বে ‘মাটি সুমন’!

  • প্রকাশিত : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

লৌহজং প্রতিনিধি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর হলদিয়া মৌজায় প্রশাসনের অনুমতি ছাড়া কৃষিজমি কেটে পকেট তৈরি ও মাটি বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে এ কাজে নেতৃত্ব দিচ্ছে ‘মাটি সুমন’ নামে পরিচিত ভেকু  সুমন, যার দৌরাত্ম্য দিন দিন লাগামহীনভাবে বেড়েই চলেছে।

গতকাল বুধবার (১৮ জুন) দুপুরে সরেজমিনে দেখা যায়, কারপাশা তালুকদার বাড়ির পশ্চিম পাশে ভেকু মেশিন দিয়ে ফসলি জমি কেটে তৈরি করা হচ্ছে পকেট। একটু সামনে অগ্রসর হলে আরও তিন-চারটি জমিতে সম্প্রতি একই ধরনের খননের চিহ্ন মিলেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাণিজ্যিক উদ্দেশ্যে কৃষিজমি বিনষ্ট করে এই পকেট তৈরির পেছনে রয়েছেন সাবেক যুবলীগ নেতা এস এম মোক্তার, মুরাদ পারভেজ দুলাল এবং ভেকু সুমন।

অভিযোগ রয়েছে, তারা দুটি খননযন্ত্র দিয়ে একটানা কয়েক দিন ধরে একটি নির্দিষ্ট এলাকায় ৩০ ফুট পরপর জমি কেটে পকেট তৈরি করে চলেছেন।

‘মাটি সুমন’ এর বিরুদ্ধে আগেও একাধিকবার মাটি কাটার অভিযোগ উঠেছে। গত বছর উপজেলা প্রশাসন তার ভেকু আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছিল এবং সুমন মুচলেকা দিয়ে জানিয়েছিলেন, আর কখনো কৃষিজমি কাটবেন না। কিন্তু বাস্তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। বরং তার কর্মকাণ্ড আরও বিস্তৃত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর।

এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, “বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে কিছুক্ষণ আগে জানতে পেরেছি। খুব দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষিজমি ধ্বংসের কোনো সুযোগ নেই। আমরা কঠোর অবস্থানে রয়েছি।

স্থানীয়দের প্রশ্ন—বর্তমান সময়ে দেশের নানা সংকটের মধ্যেও আওয়ামী লীগের পরিচয়ে কিছু ব্যক্তি কীভাবে প্রকাশ্যে কৃষিজমি কেটে মাটি বাণিজ্য চালিয়ে যাচ্ছে,

এলাকাবাসীর একটাই দাবি—প্রভাবশালী যতই হোক, কৃষিজমির উপর এই অন্যায় দখলদারিত্ব ও ধ্বংসযজ্ঞ বন্ধ হোক এখনই।

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero