বগুড়ার গাবতলীতে চাচির গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে রিপন মিয়া (৩২) নামের এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার রামেন্দ্রপুর এলাকার চকমল্লা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রিপন মিয়া চকমল্লা গ্রামের ইব্রাহীম আলীর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে একটি বল্লম ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রিপন তার চাচির গোসলের দৃশ্য মোবাইল ফোনে গোপনে ধারণ করে। পরে সেই ভিডিওর স্ক্রিনশট দেখিয়ে চাচিকে ব্ল্যাকমেল করা শুরু করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় অভিযোগ পেয়ে সেনাবাহিনীর সারিয়াকান্দি ক্যাম্পের কমান্ডার সাব্বিরের নেতৃত্বে চকমল্লা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে একটি কৃষি খামার থেকে রিপনকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে রিপন ভিডিও ধারণের বিষয়টি স্বীকার করে। পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জের ধরেই এই কাজ করেন তিনি
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply