লৌহজং প্রতিনিধি-মোঃ স্বপন বেপারী
দীর্ঘ ২০০ বছরের ইতিহাস সমৃদ্ধ মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী গোয়ালিমান্দ্রা হাট এখন অবৈধ দখলের হুমকিতে নিঃশেষের পথে। এক সময় যেখানে জেলার অন্যতম বৃহৎ পাইকারি বাজার হিসেবে খ্যাতি ছিল, আজ তা হারাতে বসেছে প্রাণচাঞ্চল্য ও জৌলুস।
প্রতি মঙ্গলবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত যেখানে চলত জমজমাট বেচাকেনা, এখন তা সীমাবদ্ধ দুপুর পর্যন্ত। স্থানীয়রা বলছেন, হাটের চারপাশে গজিয়ে ওঠা অবৈধ স্থাপনা, দখলবাজদের দৌরাত্ম্য, আর প্রশাসনিক তদারকির অভাবে হাট তার পুরনো রূপ হারিয়ে ফেলছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাটের সরকারি বরাদ্দপ্রাপ্ত দোকান ছাড়াও বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি নিজেদের মতো করে জায়গা দখল করে পাকা স্থাপনা গড়ে তুলছেন। ‘পেরি ফ্রি’ সুবিধার দোহাই দিয়ে কেউ কেউ তিন-চার গুণ বেশি জায়গা দখলে রেখেছেন বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, হাটের চান্দিনা ভিটিও এখন দখলের টার্গেটে। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হলেও বেশিরভাগ দখলদার তা মানছেন না। বরং প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছেন দোকান নির্মাণ।
দ
তবে পরিস্থিতি সামাল দিতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। হাট ইজারাদার কাউসার শেখ বলেন, “মাইকিংয়ের পর একটি অবৈধ দোকান নির্মাণ হলে প্রশাসনের নির্দেশে তা ভেঙে ফেলা হয়।”
এদিকে এলাকাবাসীর দাবি, অবৈধ দখলকারীদের উচ্ছেদ করে হাটের সীমানা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। তারা বলেন, “এভাবে চলতে থাকলে আমাদের প্রাচীন এই ঐতিহ্য ধ্বংস হয়ে যাবে। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এ বিষয়ে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নেসার উদ্দিন বলেন, “আমরা গোয়ালিমান্দ্রা হাটের অবস্থা নিয়ে সচেতন। অবৈধ দখলদারদের চিহ্নিত করে শিগগিরই উচ্ছেদ অভিযান চালানো হবে। রাস্তা মেরামতের জন্য বড় বরাদ্দ দেওয়া হয়েছে এবং টিনসেডগুলোর সংস্কারকাজ চলছে।
তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে। আশা করছি, খুব শিগগিরই হাট তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।”
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply