ইসরায়েলের সঙ্গে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে আজ সোমবার এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরার লাইভে বলা হয়েছে, পাকিস্তান প্রতিবেশী ইরানের সাথে সমস্ত সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন, পাঁচটি জেলা – চাঘি, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ এবং গোয়াদরে সীমান্ত সুবিধা স্থগিত করা হয়েছে।
চাঘি জেলার একটি ক্রসিংয়ের কর্মকর্তা আতাউল মুনিম বলেন, ইরানে প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
তবে, সীমান্তে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই এবং ইরান থেকে পাকিস্তানের নাগরিকেরা নিজ দেশে সীমান্ত দিয়ে ফিরতে পারবেন বলে জানান তিনি গত শুক্রবার ভোররাতে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এরপর শনিবার থেকে পাল্টা হামলা শুরু করে ইরান। হামলায় ২০ জনের বেশি নিহতের পাশাপাশি প্রায় ১০০ জন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ছাড়া ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ২২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply