তানজিলা আক্তার মাসুমা, ইডেন মহিলা কলেজ প্রতিনিধি।
ঢাকা, ১৬ জুন ২০২৫: রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজের পুকুরে সাঁতার শিখতে গিয়ে সানজিদা আক্তার (১৮) নামের এক শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। তিনি আজিমপুর অগ্রণী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পুরান ঢাকার চকবাজার এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সানজিদার সঙ্গে পুকুরে ছিলেন ইডেন কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী মোহনা ইসলাম, যিনি সানজিদার গৃহশিক্ষকও ছিলেন। মোহনা জানান, সকালে তারা একসঙ্গে বাসা থেকে বের হন এবং ইডেন কলেজের পুকুরে সাঁতার শেখার পরিকল্পনা অনুযায়ী কলেজে প্রবেশ করেন। পুকুরের পাড়ঘেঁষা সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করার সময় হঠাৎ সানজিদার পা পিছলে গেলে তিনি গভীর পানিতে পড়ে যান এবং ডুবে যান।
মোহনার চিৎকার শুনে আশপাশের শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা দ্রুত ছুটে এসে সানজিদাকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার পর আর তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় ইডেন কলেজের নিরাপত্তা ব্যবস্থাপনা ও পুকুর ব্যবহারের নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই পুকুরটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply