ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে রাজনৈতিক কারণে শপথ পড়ানো হচ্ছে না বলে দাবি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাই শপথ না পড়ানো পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি, সেইসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজব ভূইয়ার কারণে শপথ হচ্ছে না জানিয়ে দ্রুত সমাধানের জন্য প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন তিনি।
ইশরাক হোসেন বলেন, রাজনৈতিক কারণেই আমাকে শপথ পড়ানো হচ্ছে না। স্থানীয় সরকার উপদেষ্টা আদালতের রায়কে উপেক্ষা করে শপথ ভঙ্গ করেছেন, আইন অমান্য করেছেন।
শপথ পড়ানোর দাবিতে শান্তিপূর্ণ বিরতিহীন অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়ে তিনি বলেন, জনগণের দৈনন্দিন কাজ সিটি করপোরেশনের চলবে আমাদের তত্ত্বাবধানে। তবে অন্যান্য কাজ বন্ধ থাকবে। জরুরি সেবার বাইরে কোনো কর্মকর্তা অফিস করতে পারবেন না।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply