প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট জাওয়াদ নির্ঝর বলেছেন, ‘ড. ইউনূস যদি ৫ বছর থাকেন, তাহলে দেশের মালিকানাও বিক্রি করে দেবেন। যত দ্রুত তাঁকে সরানো যাবে, ততই মঙ্গল! আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবুন! সুদের ব্যবসা করে নোবেল পাওয়া যায়, কিন্তু দেশ চালানো এত সহজ নয়।’
আজ বৃহস্পতিবার (১২ জুন) তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এসব কথা লেখেন।
নির্ঝর আরও লিখেছেন, ‘ব্রিটেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস মূলত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। লন্ডনে আওয়ামী ঘরানার লোকজনই ড. ইউনূসের অনুষ্ঠানে দাওয়াত পান। আওয়ামী ঘনিষ্ঠ সাংবাদিকরাই সেখানে প্রাধান্য পান, আর যারা যান, তারা অনেকেই প্রকৃত সাংবাদিকও নন। ড. ইউনূসের কথিত সংস্কারের এটিই নমুনা। গত ১০ মাসে আপনারা কী কী সংস্কার দেখেছেন? কিছুই না! তবুও দালাল ভাড়া করে এনে ক্যামেরার সামনে বলানো হয়— স্যার, আপনি ৫ বছর থাকেন!’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply