লৌহজং প্রতিনিধি মোঃ জাহিদ হাসান।
গতকাল বৃহস্পতিবার সারাদিন বেপি লৌহজংয়ের বিভিন্ন বাজার গুলতে গণ সংযোগ করেন –
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক এবিএম ফজলুল করীম। সাংবাদিকের প্রশ্নে ফজলুল করিম বলেন এখন সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) মানুষও জামাতকে ভালোবাসতে শুরু করেছে। তিনি বলেন, “পূর্বে তারা জামাতকে এতটা ভালোবাসতো না, কিন্তু এখন অনেকেই জামাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। যদি এই ভালোবাসা আরও বৃদ্ধি পায়, তাহলে আমরা জনগণের দোয়া ও সমর্থন লাভ করবো। আমরা সেই দোয়ার প্রার্থী।”
বৃহস্পতিবার গণসংযোগ শেষ করার পরে জনসম্মুখে ভাষণের সময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি সরকারের নির্বাচন নিয়ে অবস্থান নিয়েও কড়া সমালোচনা করেন। জামাতের এই নেতা বলেন, “আওয়ামী লীগ সরকার কখনোই সুষ্ঠু নির্বাচন চায় না। তারা নিজেরাই বাকশাল কায়েম করেছে। যারা গণতন্ত্র বোঝে না, তারা কীভাবে নির্বাচন আসতে চায়?”
তিনি আরও বলেন, “২০২৪ সালে যেভাবে জনগণের রক্ত ঝরানো হয়েছে, গণহত্যা চালানো হয়েছে – তার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী-লীগকে নির্বাচনে আসতে দেওয়া হবে না। আওয়ামী লীগ সরকার এই গণহত্যার দায় এড়াতে পারে না।”
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “জনগণের ভালোবাসা থামানো যাবে না। গণআন্দোলন আর মানুষের মন থেকে জামাতকে মুছে ফেলা যাবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।”
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply