পরিবার ও নিজের ওপর মব এড়াতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ ‘আত্মহত্যা’ করেছেন বলে জানিয়েছে চারুকলা ছাত্র ইউনিয়ন। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে ছাত্রসংগঠনটি এমনটি জানায়।
ছাত্র ইউনিয়নের চারুকলা অনুষদের দপ্তর সম্পাদক মৃধা রাইয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী শাকিল, ৯ জুন দিবাগত রাতে আত্মহত্যা করেন বলে জানা যায়।
এই বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চারুকলা অনুষদ গভীরভাবে শোকাহত। তাঁর অকালে চলে যাওয়া কারও কাছেই কাম্য নয়। মৃত্যুর আগে তিনি জানিয়ে যান তাঁর সঙ্গে কতিপয় ব্যক্তির ভুল-বোঝাবোঝির জের ধরে শাকিলের ওপর অনলাইন মব চালানো হয় এবং তাঁর পরিবারের ওপর হুমকি দেয়। শাকিল এই মব এড়ানোর জন্য আত্মহত্যা করেন
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply