লৌহজং প্রতিনিধি – মোঃ স্বপন বেপারী
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকা ছেড়ে দক্ষিণবঙ্গমুখী মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর ফেরিঘাট থেকে শুরু করে পদ্মা সেতুর উত্তর প্রান্তের খানবাড়ি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের অতিরিক্ত চাপের কারণে থেমে থেমে চলছে ট্রাফিক, ফলে যাত্রার সময়ও বেড়েছে অনেকগুণ।
টোল প্লাজা এলাকায় ঘণ্টাব্যাপী অপেক্ষমাণ যানবাহনের সারি সকাল থেকেই কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ চেষ্টা চালালেও ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তারা।
দক্ষিণবঙ্গের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনামুখী যাত্রীদের মধ্যে ঈদের আগে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার ব্যাকুলতা স্পষ্ট। রাজধানী ছাড়ছেন হাজার হাজার মানুষ।
পদ্মা সেতুর উত্তর প্রান্তে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আইনশৃঙ্খলা কর্মকর্তারা জানান, “ভোর থেকেই যানবাহনের চাপ বেড়ে গেছে। ঈদের ছুটির শুরু হওয়ায় আজ মানুষের ভিড় সবচেয়ে বেশি। আমরা যানবাহনের চলাচল স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করছি।”
খানবাড়ি এলাকায় অপেক্ষমাণ গাড়িচালক ও যাত্রীরা জানান, “ঈদের সময় এ ধরনের ভোগান্তি নতুন নয়, তবে এবার যানজট কিছুটা বেশি। বিশেষ করে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।”
টোল প্লাজা সূত্রে জানা গেছে, যানজট নিরসনে টোল বুথের সংখ্যা বাড়ানো হয়েছে এবং দ্রুত টোল আদায়ে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পদ্মা সেতুর দুই প্রান্তে ১৬টি টোল বুথ সচল রয়েছে।
সূত্র আরও জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ৩৭ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে প্রায় ৪ কোটি ৯ লাখ টাকা। যাত্রী ও চালকদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উচ্ছে পাড়া, শ্রীনগর ও খানবাড়ি এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মানুষের মুখে ঈদের আনন্দ, তবে দীর্ঘ যাত্রা ও যানজট সেই আনন্দে কিছুটা ছায়া ফেলেছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply