শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল- একটা ফেইক নিউজ বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ বুধবার (৪ জুন) ফেসবুকে একটি পোস্টে মুক্তিযুদ্ধের জাতীয় নেতারা, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাজউদ্দিন আহমেদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হওয়ার গুজবকে স্পষ্টভাবে মিথ্যা ঘোষণা করেছেন।
তিনি জানান, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি নিশ্চিতভাবে রয়েছে। মুজিবনগর সরকারের কোনও সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়েছে এমন কোনো সত্যতা নেই।
এই গুজবের বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অধ্যাদেশের স্ক্রীনশটও ফেসবুকে কমেন্ট আকারে প্রকাশ করেছেন।
তাঁর কথায়, “প্রিয় ভাই-বোনেরা, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদসহ মুক্তিযুদ্ধের নেতাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply