প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী সপ্তাহে যুক্তরাজ্যে সফর করবেন। এই সফরে তিনি যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যা দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ তৈরি করবে।
সোমবার (৯ জুন) ঢাকা থেকে লন্ডন রওনা হবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী।
সফরের প্রধান উদ্দেশ্য সম্পর্কে জানা যায়, ‘থ্রি হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করার জন্য এই সফর, যা যুক্তরাজ্যের ‘কিংস ফাউন্ডেশন’ থেকে দেওয়া হয়। এরপর আগামী মঙ্গলবার অথবা বুধবার ‘বাকিংহাম প্রাসাদে’ রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তার, পরদিন অর্থাৎ বৃহস্পতিবার রাজা ‘সেন্ট জেমস প্রাসাদ’ তাকে এই পুরস্কারে ভূষিত করবেন।
‘থ্রি হারমনি অ্যাওয়ার্ড’ দেওয়া হয় তাদেরকে, যারা বিভিন্ন ক্ষেত্রে জীবনের ব্যাপক অবদান রেখেছেন এবং যারা ‘কিংস ফাউন্ডেশন’ ও রাজার দর্শনে অবিচল সমর্থন দেখিয়েছেন। ২০২৪ সালে এই পুরস্কারটি পেয়েছিলেন ‘জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন’ ও ‘ব্রিটিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম’।
এছাড়া, প্রধান উপদেষ্টা কিয়ার স্টারমারের সঙ্গে আগামী বুধবার বা বৃহস্পতিবার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply