চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় বহিষ্কৃত জামায়াতে ইসলামীর কর্মী আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১ জুন) বিকেলে নগরের কোতোয়ালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
আকাশ চৌধুরী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার নেছার আহদের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানান, পুলিশের করা দ্রুত বিচার আইনের মামলায় আকাশ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৩০ মে রাতে জামায়াতের চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ স্বাক্ষরিত বিবৃতিতে নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরীকে বহিষ্কার করা হয়।
জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের খালাস পাওয়ার প্রতিবাদে গত ২৮ মে বিকেলে কর্মসূচি পালন করে গণতান্ত্রিক ছাত্র জোট। কর্মসূচি শুরুর পর সেখানে মিছিল নিয়ে আসে ‘শাহবাগবিরোধী ঐক্য’। দুই পক্ষ মুখোমুখি হলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘট্না ঘটে। এ সময় এক নারীসহ দুজনকে পেছন থেকে লাথি মারেন আকাশ চৌধুরী। বিষয়টি পরবর্তীতে ফেসবুক ছড়িয়ে পড়ে।
এদিকে, ওই দিনের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে দুজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করে
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply