মানবতার কণ্ঠ ডেস্ক
মানবিক করিডোরে নো, বন্দরে নো’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যাঁ বলবো না। দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে, সেখানেই নো।
রোববার (২৫ মে) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ডা. শফিকুর বলেন, এসব করতে হলে নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে বসে করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে করতে হবে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
পরে জামায়াত আমির কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে আরও কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply