অন্তর্বর্তী সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিত্ব করছে না, বরং তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রোববার (২৫ মে) চট্টগ্রামে দুই নম্বর গেট এলাকায় আয়োজিত পথসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার যে অপচেষ্টা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। যে দুজন উপদেষ্টার কথা বলেছেন, তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এ সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই। তাদের দলীয় পরিচয়ের মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply