জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, ‘জুলাই বিপ্লবের পর গত রাতটি ছিল সবচেয়ে কঠ’ আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে ডা. জারা লেখেন, ‘আমি এমন একটি ভাবনার কথা শেয়ার করতে চাই, যা আমাকে সারারাত জাগিয়ে রেখেছে। এটি দোষারোপের সময় নয়, বরং চিন্তা ও আত্মসমালোচনার মুহূর্ত। রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র স্বার্থ আর অবিশ্বাস গণতান্ত্রিক উত্তরণের পথকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।’
তিনি বলেন, ‘স্বল্পমেয়াদি রাজনৈতিক হিসাব-নিকাশের জন্য আমরা এমন একটি জাতির আশা-আকাঙ্ক্ষা বিপন্ন করতে পারি না, যারা স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন।
পরিবর্তন ও ঐক্যের গুরুত্ব তুলে ধরে তাসনিম জারা আরও বলেন, ‘ইতিহাস আমাদের শিক্ষা দেয়—পরিবর্তনকে যারা ভয় পায়, তারা পুরনো ব্যবস্থাকেই নতুন নামে ফিরিয়ে আনতে চায়, বিভাজন ও মেরুকরণ ব্যবহার করে। আমাদের দেশে এমনটা যেন না ঘটে। আমাদের দলীয় বিভক্তির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।’
তিনি মনে করেন, এই বিপ্লব জনগণের দ্বারা পরিচালিত হয়েছে, তাই জনগণের প্রতিই রয়েছে সংযম, সংলাপ ও ঐক্যের দায়বদ্ধতা।
পোস্টের শেষাংশে তিনি আহ্বান জানান, ֹএই সংকট যেন আমাদের বিভাজনের দিকে না ঠেলে, বরং ঐক্যের পথে এগিয়ে নিয়ে যায়।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply