রাখাইনের জন্য ‘মানবিক করিডর’ নিয়ে অনেক প্রশ্ন, নানা আলোচনা-সমালোচনার মুখে অবশেষে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্যাখ্যা দিয়েছে। কিন্তু এরপরও রয়ে গেছে অনেক প্রশ্ন।
সরকারের ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি বিএনপিসহ রাজনৈতিক দলগুলো। তাদের সন্দেহ-অবিশ্বাস এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে সংশয় কাটেনি।
অন্যদিকে, ‘মানবিক করিডর’ নিয়ে অন্তর্বর্তী সরকারের অন্যতম অংশীজন সেনাবাহিনীরও ভিন্ন বক্তব্য রয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছে, বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রাখাইন রাজ্যে মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে।
যদিও মানবিক করিডর নিয়ে যে আলোচনা চলছে, সেটিকে গুজব বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply