রাসেল রানা,বাঙলা কলেজ প্রতিনিধি
সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রদলের পাঁচ নেতাকে সংগঠনের পদ থেকে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, দায়িত্বে অবহেলা ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থগিতাদেশ পাওয়া নেতারা হলেন—যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মিয়া ও মাহবুব শাহিন, এবং সদস্য রেজাউল করিম বাদল, রাব্বি মল্লিক ও মাসুদ রানা।
বুধবার ( ২১ মে ) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
ছাত্রদলের একাধিক সূত্রে জানা গেছে, সংগঠনের দায়িত্ব পালনে অবহেলা ও দলীয় নীতিমালার লঙ্ঘনই এই সিদ্ধান্তের মূল কারণ। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শৃঙ্খলাবদ্ধ ও গতিশীল করতে কেন্দ্রীয় ছাত্রদল এ ধরনের শৃঙ্খলাজনিত পদক্ষেপ গ্রহণ করছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply