মানবতারকন্ঠ ডেস্ক
আজ দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবিতে গাজীপুরে অবস্থিত ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন । দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে আন্দোলনকারীরা জানিয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ফখরুল হাসান ফয়সাল সংবাদমাধ্যমকে বলেন, ইউজিসির সামনে তারা গত রাতেও অবস্থান করেছিলেন। নাম পরিবর্তনের বিষয়ে আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রস্তাব উঠবে—শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন নিশ্চয়তা পেলেই কেবল তারা আন্দোলন স্থগিত করবেন। তার আগ পর্যন্ত কর্মসূচি চলবে।
জানা যায়, শিক্ষার্থীরা চারটি নাম বিশ্ববিদ্যালয়ের নামের জন্য প্রস্তাব করেছেন। এগুলো হলো বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব অ্যাডভান্সড টেকনোলজি ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি। এর মধ্যে থেকে যেকোনো একটি নাম নির্ধারণ করার দাবি করা হয়েছে। এর আগে একই দাবিতে ‘লংমার্চ টু ইউজিসি’ কর্মসূচির আওতায় গতকাল সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে রওনা হয়ে আন্দোলনকারীরা শিক্ষার্থীরা বেলা সাড়ে ১১টায় ইউজিসির সামনে অবস্থান নেন।
এদিকে বিষয়টি নিয়ে গতকাল তাদের সঙ্গে কথা বলেছেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন।
ইউজিসির ভাষ্য, নাম পরিবর্তনের এখতিয়ার ইউজিসির হাতে নেই। কারণ, নাম পরিবর্তনের জন্য আইন পরিবর্তনের প্রয়োজন, যা সরকার করতে পারে। এ জন্য তারা কেবল সুপারিশ করতে পারে। যা তারা করেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গত ফেব্রুয়ারি মাস থেকে আন্দোলন করছেন গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply