মানবতার কণ্ঠ ডেস্ক
বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন আনা গণঅভ্যুত্থানের নয় মাস পার হলেও কঠিন হয়ে দাঁড়াচ্ছ। যুক্তরাজ্যভিত্তিক এ সাপ্তাহিক পত্রিকা দ্য ইকোনমিস্ট প্রতিবেদনে একথা বলা হয়েছে। পত্রিকাটি বলছে, দুরূহ হয়ে পড়েছে রাষ্ট্র সংস্কারে গঠিত বিভিন্ন কমিশনের সুপারিশের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো । বিগত সময়ের শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের একনায়কতান্ত্রিক শাসনের দিকে ইঙ্গিত করে বর্তমান অন্তর্বর্তীকালীন স রকার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ টানা ‘ভূমিকম্পের’ মধ্য দিয়ে গেছে গত ১৬ বছর । যা কিছু ধ্বংস হয়েছে, আমরা সবকিছু ঠিক করার চেষ্টা করছি। আমরা সঠিক পথে এগোচ্ছি; জনগণ আমাদের সঙ্গে আছে। আমরা আশাবাদী।”
ইকোনমিস্ট প্রতিবেদনে বলা হয়, ক্রমে সামনে আসছে বিগত সরকারের শাসনামলের ক্ষমতার অপব্যবহারের চিত্র । এক শ্বেতপত্রে দাবি করা হয়, বিগত সরকারের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ১৬০০ কোটি ডলার পাচার হয়েছে । তার বাইরে অপহরণ, হত্যা ও গণহত্যাসহ বিভিন্ন অভিযোগে একের পর এক মামলা হচ্ছে। যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্বীকার করেছেন সব অভিযোগ ।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply