তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর পানির বোতল নিক্ষেপের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হুসাইন অবশেষে মুখ খুলেছেন।
তার দাবি, তিনি কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত নন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে হুসাইন সাংবাদিকদের বলেন, ‘গতকালের ঘটনাটি ছিল অনাকাঙ্ক্ষিত। আমি ইচ্ছাকৃতভাবে কাউকে লক্ষ করে বোতল ছুড়িনি। বোতলটি আকাশের দিকে নিক্ষেপ করেছিলাম। কাউকে অপমান বা আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না।’
তিনি বলেন, ‘আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। শিবির কিংবা ছাত্রলীগ কোনো পক্ষের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। আমি টিউশনি ও পার্টটাইম কাজ করে পড়াশোনার খরচ চালাই। রাজনীতির জন্য আমার সময় নেই।’
ঘটনার পর তাকে বিভিন্ন অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন হুসাইন। তিনি বলেন, ‘অনেকে বলছে, তারা ক্যাম্পাসে আমার ওপর হামলা করবে। আমাকে মব দিয়ে হেনস্তা করার হুমকি দেওয়া হচ্ছে।’
ঘটনার পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা উপদেষ্টার ওপর বোতল নিক্ষেপের ঘটনাকে ‘নিকৃষ্ট আচরণ’ বলে নিন্দা জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন ঘটনাস্থলে গিয়ে বলেন, ‘এ ঘটনায় জবির সাধারণ শিক্ষার্থী বা শিক্ষকরা দায়ী নন। উপদেষ্টার আচরণ ও বক্তব্য তার ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ।’
উল্লেখ্য, বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় একটি পানির বোতল এসে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যম ও ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply