1. nurnobi.kuet16@gmail.com : Md Nur Nobi Khan : Md Nur Nobi Khan
  2. admin@manabatarkontho.com : admin24 :
  3. afruja@gmail.com : Afruja Talukder : Afruja Talukder
  4. manabatarkontho@gmail.com : Afroja Talukder : Afroja Talukder
শনিবার, ১০ মে ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
জুলাই ফাউন্ডেশনের নির্বাহী পদ ছাড়লেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ সরকারি বাঙলা কলেজে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলায় উদ্ভাবনী প্রতিভার ঝলক আ.লীগ থেকে সরে আসা ক্লিন ইমেজের ব্যক্তিরা বিএনপির সদস্য হতে পারবেন: রিজভী পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া ‘মানবিক করিডর’ ইস্যুতে চীন জড়িত নয়: চীনা রাষ্ট্রদূত মধ্যরাতে দেশ ছাড়লেন আবদুল হামিদ, যা জানালো ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে ফের প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প বিভেদ সৃষ্টিকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন পাকিস্তানে ভারতীয় হামলার পর এক লাইনের বার্তা রাহুল গান্ধীর পাকিস্তানে হামলার পর জয়শঙ্করের এক লাইনের বার্তা

পূর্ণ বিশ্রামে বেগম খালেদা জিয়া

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বাসসকে জানিয়েছেন, খালেদা জিয়া ভালো আছেন।

শায়রুল কবীর খান বলেন, মঙ্গলবার চেয়ারপার্সন দীর্ঘসময় ভ্রমণ করেছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ড পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে। সেই অনুযায়ী এখন তিনি বিশ্রামে রয়েছেন। চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন। সুস্থ খালেদা জিয়াকে দেখতে গত দুইদিন তার পরিবারের লোকজন ও নিকট আত্মীয়-স্বজন ছাড়া তেমন কেউ বাসায় যাননি। পরিবারের লোকজনের সঙ্গে তিনি খোশ মেজাজে সময় কাটাচ্ছেন।

বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, বেগম খালেদা জিয়া বেশ ফুরফুরে মেজাজে আছেন। লন্ডনের ডাক্তাররা তাকে একটানা বসে না থেকে কিছুটা হাঁটাচলার পরামর্শ দিয়েছেন। বোর্ডের সদস্যরা নিয়ম করে বাসায় ফলোআপ করে যাচ্ছেন। খালেদা জিয়ার স্বাস্থ্যের পুরো বিষয় সমন্বয় করছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসকদের পরামর্শে বাসায় তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে বিএনপি প্রধানকে।

এর আগে যুক্তরাজ্যে চার মাস চিকিৎসা শেষে ৬ মে দুপুরে ঢাকায় ফেরেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিমানবন্দর থেকে তিনি অগণিত নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার আবেগাপ্লুত সাধারণ মানুষের শুভেচ্ছায় সিক্ত হয়ে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যান। সঙ্গে আসেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শার্মিলা রহমান।

 

Discover more at Max-Zero

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright © 2024 Manabatar Kontho
Theme Customized By BreakingNews

Powered by Max-Zero