জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পদ ছেড়েছেন ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ পদে নতুন দায়িত্ব দেয়া হয়েছে অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামাল আকবরকে।
তবে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে এখন দায়িত্ব পালন করবেন স্নিগ্ধ।
বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান স্নিগ্ধ।
পদত্যাগের কারণ হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্নিগ্ধ বলেন, রাজনীতিতে যোগ দেয়ার উদ্দেশ্যে এমন কোনো সিদ্ধান্ত নেইনি। উচ্চশিক্ষা সম্পন্নের জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত বছরের ২১ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবামূলক এবং জনকল্যাণমূলক বেসরকারি সংস্থা হিসেবে অনুমোদন পায়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের প্রথম সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে সাধারণ সম্পাদক করা হয়। এছাড়া শহীদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে দেয়া হয় প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply