লৌহজং প্রতিনিধ:মোঃ স্বপন বেপারী
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমাণ আদালতে অভিযানে চার জেলে প্রত্যেককে ৫হাজার টাকা জরিমানা এবং উপজেলা পদ্মা নদীতে সিনিয়র মৎস্য অফিস কোস্ট গার্ড যৌথ অভিযানে ৫০হাজার মিটার কারেন্ট জাল ও ১২৪টি চায়না দুয়ারী জাল জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।
গত ৫মে উপজেলা পদ্মা নদীতে অভিযানে জরিমানা আদায় ও জাল জব্দ করে আগুনে পুড়ে বিনষ্ট করার বিষয় টি নিশ্চিত করেছেন
সিনিয়র লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।
স্থানীয়রা বলেন, পদ্মা নদীতে দিন ব্যাপি সিনিয়র মৎস অফিস ও কোস্ট গার্ড এর যৌথ অভিযান পরিচালনা করে আনুমানিক ৫০হাজার মিটার কারেন্ট জাল ও ১২৪টি চায়না দুয়ারী আটক ও পুড়িয়ে বিনষ্ট করা হয়। অপর দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ৪০( চল্লিশ) টি চায়না দুয়ারী জাল সহ চারজেলেকে আটক করে। জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। চায়না দুয়ারী অবৈধ ভাবে ব্যবহার এর কারণে ভ্রাম্যমাণ আদালতে
এর মাধ্যমে চার জনকে প্রত্যেককে ৫ হাজার করে সর্বমোট ২০হাজার টাকা জরিমানা করা হয়। তারা হলেন লিমন শেখ, রায়হান শেখ, মাসুদ রানা, আবু বক্কর।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply