পাকিস্তানে ভারতীয় বাহিনীর হামলার ঘটনার পর এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল, ভারতীয় জাতীয় কংগ্রেস।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্সে লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ!’
ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেও বলেছেন, তার দল ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ‘অত্যন্ত গর্বিত’।
খাড়গে আরও লেখেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। আমাদের নেতারা অতীতে পথ দেখিয়েছেন এবং জাতীয় স্বার্থ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।’
এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, তিনি তাদের জন্য গর্বিত।
এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার’ প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিন্দুর’।
তিনি আরও লেখেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply