রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ৩২ কেজি ৬০০ গ্রাম ও ২৫ কেজি ওজনের দুটি বড় আকারের কাতল ধরা পড়েছে। রোববার (৪ মে) সকালে মাছ দুটি দৌলতদিয়া বাস টার্মিনালসংলগ্ন মৎস্য আড়তে ৯০ হাজার টাকায় বিক্রি হয়েছে। উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছ দুটি কিনে নেন।
জানা গেছে, রাজবাড়ী, মানিকগঞ্জ ও পাবনার জেলেরা তাদের সঙ্গীদের নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মধ্য রাত থেকেই মাছ ধরতে নেমেন। রোববার ভোরে জাফরগঞ্জ এলাকার জেলে বাতেন মণ্ডলের জালে ২৫ কেজি ও আলেক চাঁনের জালে ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিশাল দুটি কাতল মাছ ধরা পড়ে। পরে তারা মাছ দুটি উন্মুক্ত নিলামে বিক্রির জন্য ভোরে দৌলতদিয়া মাছ বাজারে নিয়ে যান।
চাঁদনি অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ‘আমি প্রতিদিন ভোরে দৌলতদিয়া মাছ বাজার থেকে নিলামে মাছ কিনে থাকি। পরে মাছগুলো অনলাইনে দেশের বিভিন্ন প্রান্তে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে বিক্রি করে থাকি। আজ ভোরে মাছ বাজারে ৩২ কেজি ৬০০ গ্রাম ও ২৫ কেজি ওজনের বড় দুটি কাতল মাছ আসে। ৩২ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি সাঈদ মোল্লার আড়ৎ থেকে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৫২ হাজার ১৬০ ও ২৫ কেজি ওজনের কাতল মাছটি কেসমত মোল্লার আড়ত থেকে এক হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৫০০ টাকায় কিনে নিই।
তিনি আরও বলেন, ‘অল্প লাভে মাছ দুটি আমি ঢাকার দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছি। ক্রেতাদের ঠিকানায় বিশেষ ব্যবস্থায় পাঠিয়েও দিয়েছি। বর্তমানে অধিকাংশ জেলের জালেই পদ্মা নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে।’
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মায় এখন পানির স্তর নিচে। ফলে বড় আকারের মাছ জেলেদের জালে ধরা পড়ছে। এতে তারা লাভবান হচ্ছেন
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply