আসন্ন কুরবানির ঈদে ঢাকার আফতাবনগর আবাসিক এলাকায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট।
এর ফলে চলতি বছরও আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না।
এক আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে রোববার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
গত ২১শে এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদ উপলক্ষে ঢাকায় পশুর হাট বসানোর জন্য ইজারার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
ওই বিজ্ঞপ্তিতে ১১টি হাটের তালিকায় আফতাবনগরের নাম ছিলো। এ অবস্থায় আফতাবনগরে হাট বসানো বন্ধ চেয়ে ২৪শে এপ্রিল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
এর আগে রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায়ও পশুর হাট বসানো যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।
ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় পশুর হাট বসালে যে জনদুর্ভোগ হবে সেই বিষয়টি বিবেচনা করে রিট করা হয়েছিলো।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply