নারী সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিল করা হলে অন্য কমিশনগুলোর রিপোর্টও বাতিলযোগ্য বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
গত ১৯ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় নারী সংস্কার কমিশন। সে সময় নারীর প্রতি বৈষম্য দূর করতে কমিশনের যেসব সুপারিশ এখনি বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ নারীবিষয়ক সংস্কার কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ
কিন্তু প্রতিবেদনটিকে ‘ইসলাম পরিপন্থি’ দাবি করে কমিশন ও প্রতিবেদন দুইই বাতিলের দাবি জানায় হেফাজতে ইসলাম এবং জামায়াতে ইসলামী।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply