মানবতার কণ্ঠ ডেস্ক
কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ বুধবার দুপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা, মুরাদনগর উপজেলা’র ব্যানারে মুরাদনগর উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল করে একদল জনতা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘মুরাদনগর বিপ্লবী কমিটি’ সদস্য সচিব নাহিদুল ইসলাম নাহিদ বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে স্বজনপ্রীতি এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে আমরা তার পদত্যাগ দাবি করেছি।’
আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল মুরাদনগর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলে অংশগ্রহণকারীরা।
তবে মিছিলে ব্যবহৃত ব্যানারটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় বলে জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন জানান, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা কমিটি আছে। যারা মিছিল করেছে তারা উপজেলা কমিটির কেউ না। ব্যানারে নামটি কেউ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে।’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply