মানবতার কণ্ঠ ডেস্ক
স্টেজ শো, নতুন গান আর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতি—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। এরইমধ্যে বুয়েট ক্লাবের একটি আয়োজনে গান গাওয়ার কথা ছিল তাঁর। তবে অনুষ্ঠানের ঠিক আগের রাতে বাদ পড়ার খবর পান তিনি। মঙ্গলবার (২৯ মে) তাঁকে অনুষ্ঠানে না গাওয়ার কথা জানিয়ে দেন আয়োজকরা।
ন্যানসির ভাষ্য, ‘আজকে সন্ধ্যায় বুয়েট ক্লাব আয়োজিত একটি অনুষ্ঠানে আমার গান পরিবেশন করার কথা। গতরাতে জানতে পারি আমাকে শিল্পী তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’
কারণ হিসেবে আয়োজকরা এই শিল্পীকে জানায়, বুয়েট ক্লাবের সভাপতি পদপ্রার্থী তাঁদের (আয়োজকদের) জানিয়েছে, রাজনৈতিক দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে শিল্পীদের নামের তালিকা দেখে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এমন কোনো শিল্পী অনুষ্ঠানে অংশ নিলে তাঁরা অনুষ্ঠান বয়কট করবে। ন্যানসিকে এটি জানানো হয়েছে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে।
তিনি বলেন, ‘বুয়েট ক্লাবের সদস্যরা কি হঠাৎ করেই আমার রাজনৈতিক মতাদর্শ জানতে পারলেন? রাজনৈতিক পরিচয় থাকলে কি এভাবে একজন শিল্পীকে অসম্মান করা যায়? আমি কি যেচে অনুষ্ঠানটি করতে চেয়েছিলাম, নাকি আপনারা অতি আগ্রহী ছিলেন? বুয়েট পরিবার পরিচয়ে কোনো অগ্রিম সম্মানি না দিয়ে অযৌক্তিক অজুহাতে অনুষ্ঠান বাতিল কি কোনো প্রফেশনাল আচরণের মধ্যে পড়ে?’
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply