বাঙলা কলেজ প্রতিনিধি
বিবাহজনিত বিতর্কিত ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বাঙলা কলেজ শাখার সদস্য সচিব ফয়সাল রেজাকে সংগঠনের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় ছাত্রদলের নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত গ্রহণ করেন। একইসঙ্গে নতুন সদস্য সচিব (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাঙলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজকে।
গতকাল সোমবার (২১ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ফয়সাল রেজাকে সকল সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফয়সালের স্ত্রী শিখা তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, ফয়সাল তাকে তালাক দিয়ে রাজনৈতিক সুবিধা নিতে চেয়েছেন। এছাড়া তিনি অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎসহ নানা হয়রানির অভিযোগও তোলেন।
শিখা জানান, “২০২৩ সালের ২৮ মার্চ ফয়সালের সঙ্গে আমার বিয়ে হয়। বিয়ের পর আমরা একসঙ্গে সংসার শুরু করি। ফয়সাল বেকার ছিলেন এবং সংসারের সমস্ত খরচ আমাকে চালাতে হয়েছে। বিভিন্ন অজুহাতে সে আমার কাছ থেকে টাকা নিত। টাকা না দিলে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করত।”
তিনি আরও বলেন, “সে যে রাজনীতি করত, তা আমি বিয়ের পর জানতে পারি। সে খারাপ উদ্দেশ্যে আমাকে বিয়ে করেছে, আমি তা বুঝতে পারিনি। সে বলত মোহাম্মদপুরে তার বাইয়িং হাউসের ব্যবসা আছে, তার বন্ধু দিদারের সঙ্গে। সেই ব্যবসার নামেও আমার কাছ থেকে টাকা নেয়। এমনকি কক্সবাজার বেড়াতে গেলে দিদার আমাদের সঙ্গে ছিলেন। সে আমার আলমারি ভেঙে স্বর্ণালংকার চুরি করেছে এবং আমার চাকরিস্থল থেকে পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে। আমার কাছে এসবের প্রমাণ আছে।”
শিখা জানান, “গত কুরবানির ঈদে সে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়, এরপর আরও ২৫ হাজার টাকা নিয়ে বসুন্ধরায় মার্কেট করে। ৫ আগস্টের পর সে আমাকে এড়িয়ে চলে, হলে দখল নেয়, নেতা হয়ে যায়। আমি সবকিছু দিয়েও তাকে ধরে রাখতে পারিনি। এতে আমার সামাজিক মর্যাদাও ক্ষতিগ্রস্ত হয়েছে।”
তিনি অভিযোগ করেন, ফয়সাল ও তার সহযোগীরা তাকে নিয়মিত হুমকি দিচ্ছেন এবং তালাক দিতে চাপ দিচ্ছেন। সংবাদ সম্মেলনে তিনি নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply