রাসেল রানা, বাঙলা কলেজ প্রতিনিধি
আজ সোমবার (২১ এপ্রিল) দুপুর ১২ ঘটিকায় বাঙলা কলেজ ক্যাম্পাসে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদলের কর্মী পারভেজ হত্যার প্রতিবাদে ‘কালো ব্যাচ ধারণ ও মানববন্ধন’ কর্মসূচি পালন করে বাঙলা কলেজ ছাত্রদল।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোখলেসুর রহমান, সদস্য সচিব ফয়সাল রেজা সহ আরো অনেক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা পারভেজ হ*ত্যা*র সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
মানববন্ধনে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ মোখলেসুর রহমান বলেন,”কালো ব্যাজ ধারণ ও মানববন্ধনের এর মাধ্যমে আমরা অন্তবর্তী সরকারকে একটি বার্তা দিতে চাই, ছাত্রদল কখনো অন্যায়ের সাথে আপোষ করে না। ছাত্রদল রাজপথে তাদের অধিকার আদায় করতে সক্ষম। আমরা অতিদ্রুত এই হ*ত্যা*র দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যদি এর কোন ব্যতিক্রম হয় তাহলে রাজপথে কঠোর আন্দোলনে যাবো।”
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব বলেন, “ইতোমধ্যেই সকল গনমাধ্যমে পরিষ্কার ভাবে এসেছে আমাদের ছাত্রদলের পারভেজ ভাইকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী নেতৃবৃন্দের ইন্ধনে ছুড়িকাঘাত করে হ*ত্যা করা হয়েছে। অন্তবর্তী সরকারের কাছে আহ্বান জানায় দ্রুত সময়ে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”
বক্তব্য শেষে নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত শনিবার (১৯ এপ্রিল ) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বনানীতে ছুরিকাঘাতে নিহত হন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্রদলের কর্মী জাহিদুল ইসলাম পারভেজ।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply