মোঃ জাহিদ হাসান।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে আন্ডারগ্রাউন্ড খ্যাত মাদক সম্রাট শ্রমিক দলনেতা শহিদুলকে হেরোইন সহ গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, শনিবার (১৯ এপ্রিল) থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার এলাকা থেকে বিপুল পরিমান হেরোইন সহ এমাদক সম্রাট তথা উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি শহিদুলকে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
আরো জানাগেছে, সম্প্রতি সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক মাদক সংশ্লিষ্ট ভিডিও ফাঁস হওয়ার পর নরেচরে বসে লৌহজং থানা পুলিশ। ঢাকা থেকে মাদকের চালান নিয়ে লৌহজংয়ে ফেরার পথেই এ মাদক ব্যবসায়ী শহিদুলকে গোপন সংবাদেররভিত্তিতে গ্রেফতার করে থানা পুলিশ।
থানা পুলিশের সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কনকসার এলাকায় অভিযান চালিয়ে এ মাদকের ডিলার শহিদুলকে আটক করতে সক্ষম হয় থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, শহিদু্ল লৌহজং উপজেলার সবচেয়ে বড় মাদকের ডিলার। বিএনপির রাজনীতিতে শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি পদের দাপটে দীর্ঘদিন যাবৎ হেরোইন ব্যবসা চালিয়ে আসছিল। শহিদুলের ভয়ে কেউ মুখ খুলে কথাই বলতে পারতো না। থানা পুলিশের নাকের ডগায় বসে হেরোইন বিক্রি করতো। কিন্তু আজ থানা পুলিশ তাকে হেরোইন সহ গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করেছে।
এবিষয়ে লৌহজং থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর-রশিদ বলেন। লৌহজং থানার প্রতিটা এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়িক ও মাদক সেবন করীদের কোনো ছার দেওয়া হবে না।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply