মানবতার কণ্ঠ ডেস্ক
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে পল্লবী থানা যুবদলের আহ্বায়ক হাজী নূর সালাম এর নেতৃত্বে শুক্রবার (১১ এপ্রিল) বিকাল ৪টার দিকে ফিলিস্তিনের গাজা এবং রাফায় গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা যুবদল
পরে মিরপুর ১০, ১১, পুরবী হয়ে ১২নং বাসস্ট্যাণ্ড পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে হাজী নূর সালাম বলেন, আমরা ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি তাহলে তা হবে প্রতিবাদের ভাষা। তবে যারা ইসরায়েলি পণ্য বয়কটের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালাচ্ছে আমরা এসব ঘটনারও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আমরা জাতিসংঘের প্রতি আহ্বান জানাই তারা যেন এই বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে ব্যবস্থা নেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রতিও আহ্বান জানান যেন কূটনৈতিকভাবে ফিলিস্তিনের পাশে দাঁড়ানো যায়। বিশ্বের প্রত্যেক মুসলিম দেশগুলোকে ইসরাইলি পণ্য বয়কট করতে হবে রাষ্ট্রীয়ভাবে এর ও আশা বাদ ব্যাক্ত করেন। তাহলে ইসরাইলের অর্থনীতি দুর্বল হবে। একজন মুসলমান হিসেবে আমরা নিজ নিজ অবস্থানে থেকে যতটুকু পারি ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হবো।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মামুন মোল্লা, পল্লবী থানা যুবদলের যুগ্ন আহ্বায়ক শামীম আহাম্মেদ, যুগ্ম আহ্বায়ক হোসেন মুন্না, পল্লবী থানা যুবদলের সাবেক সি: যুগ্ন সম্পাদক তৌফিকুর রহমান বাবু,পল্লবী থানা যুবদল নেতা মাসুম বিল্লাহ,জাহিদ মুন্সি, মো: শামীম মো. সোলায়মান চৌধুরী, জিয়ারুল ইসলাম জিহাদ, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক দেওয়ান বিপ্লব আমিন রাজিব, সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন, ২ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইসতিয়াক আহাম্মেদ সুজন,সুমন সরকার, ওমর ফারুক, ৫নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব মো. রিয়াজ, ৬ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কাউসার আহাম্মেদ মোল্লা,সোহাগ কাজী, ৯১ নং ওয়ার্ড যুবদল নেতা আশিকুর রহমান আশিক,প্রমুখ
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply