লৌহজং প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা ৪ এপ্রিল বেলা ৩ঘটিকায় উপজেলা মেদেনীমন্ডল ইউনিয়ন আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয় সামনে প্রধান সড়কের পাশে কাগজের কাটুনের বাহিরে মাটিতে পরে থাকা পলিথিনে মোড়ানো মানুষ মাথা ও শরীর অংশের টুকরো সন্ধান পাওয়া গেছে। মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশ ও পদ্মা উত্তর থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধার কাজ পরিচালনা করছেন।
জানা যায়,খেলার ছলে ৬ থেকে ৭ বছরে ছোট ছোট বাচ্চা ছেলে সেখানে খেলতে যায় এবং বাচ্চারা কাগজের কাটুনের ভিতরে থেকে মাটিতে পলিথিনে মোড়ানো কিছু দেখতে পায় যা ছিলো দুর্গন্ধ। পরে তারা স্থানীয় এলাকাবাসী কিছু লোকজন কাছে গিয়ে বলে এলাকাবাসী এই স্থানে পৌঁছে মানুষের মাথা ও শরীর টুকরো অংশ কাগজের কাটুনে পাশে মাটিতে পরে থাকতে দেখতে পায়। পরে তারা পদ্মা উত্তর থানা পুলিশ খবর দেয়।পুলিশ অনুসন্ধান করছে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply