মানবতার কণ্ঠ ডেস্ক
শ্রীনগর উপজেলার তন্তর এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার (২৬ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা মালি অংক এলাকা থেকে একটি অটোরিকশা ভাড়া নেয়। পরে নির্জন স্থানে পৌঁছালে চালকের সঙ্গে ধস্তাধস্তি করে এক পর্যায়ে চালকরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় চালকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধরে ফেলে।
আটককৃতদের মধ্যে জাহিদ হাওলাদার (২৩) পিতা রশিদ হাওলাদার অন্যজনের বাবার নাম মোসলেম দিদার। তাদের বাড়ি হাট ভোগদিয়া এলাকায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে আরো যানা গেছে জাহিদ হাওলাদা তার বড়ো ভাই জাকির হাওলাদার ও তাদের পিতা রশিদ হাওলাদার এলাকায় মাদক ব্যবসা ও চুরির সাথে জারিত রয়েছে।
পরে স্থানীয়রা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply