মানবতার কণ্ঠ ডেস্ক
সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের আহ্বায়ক আকতার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে সিলেটের জালালাবাদ থানার হাউশা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গতকাল শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মাহবুবুর রহমান বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। এতে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তার আকতার হোসেন মামলার এজাহারভুক্ত আসামি।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply