যেমানবতার কণ্ঠ ডেস্ক
ইসরায়েল আগ্রাসন ও গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১/৩/২৫ লৌহজংয়ের মালিরঅংক বাজার এলাকায় তাওহীদি জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনের নিরপরাধ শিশু ও সাধারণ জনগণের ওপর নির্বিচার বোমাবর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা বলেন, “গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধ করতে বিশ্বসম্প্রদায়কে আরও সোচ্চার হতে হবে। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে।”
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা গাজায় গণহত্যা বন্ধ কর”– এমন নানা স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা ইসরায়েলের নিষ্ঠুর হত্যাযজ্ঞের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এ কর্মসূচিতে স্থানীয় ধর্মপ্রাণ জনগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করা হবে।
Discover more at Max-Zero
Powered by Max-Zero
Leave a Reply